সখীপুর সংবাদদাতাঃ
সখীপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড় দুই ভাই ও ভাবী গুরুতর আহত হয়েছেন। বুধবার(৬ জানুয়ারি) সকালে উপজেলার বড়চওনা চটানপাড়া গ্রামে এ ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় বাবা হায়েত আলীকে (৭০) আটক করেছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তাঁদের বাবা
হায়েত আলীকে আটক করা হয়েছে।