ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সখীপুর-সাগরদিঘী সড়কের ভাই ভাই সিনেমা হলের কাছে রোববার(১৪ ফেব্রুয়ারি) বিকালে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রাকিব সিকদার নামে এক স্কুল ছাত্র নিহত ও আপর দুইজন আহত হয়েছে। নিহত রাকিব সিকদার কচুয়া পুকুরপাড় গ্রামের ছানোয়ার সিকদারের ছেলে।
মোটর সাইকেলের তিন আরোহীকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাকিব সিকদার নিহত হয়। আশংকাজনক অবস্থায় মোটর সাইকেলের অন্য দুই আরোহী সোহাগকে এনাম মেডিকেল হল এবং শরীফ মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।