সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত অপর ৬ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সখীপুর-সাগরদিঘী সড়কের কুতুবপুর সাবস্টেইশন ন্মক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গেলে সিএনজির ওল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতদের বড়চওনা বাইতুস সেফা হাসপাতাল ও সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সখীপুর -সাগরদিঘী সড়কের কুতুবপুর সাবস্টেইশন নামক স্থানে জোরদিঘী থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সিএনজি ওল্টে যায়। এতে সিএনজি’র আরোহী উপজেলার দেবরাজ গ্রামের আয়নাল হকের স্ত্রী শাহিদা আক্তারের (৩০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুই শিশুসহ অপর ৬ আরোহী গুরুতর আহত অবস্থায় তাদের বড়চওনা বাইতুস সেফা হাসপাতাল ও সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।