সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়চওনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার বড়চওনা গ্রামের আবুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক সুমন আহমেদ (১৮) ও জিতেশ্বরী গ্রামের মৃত শমসের আলীর ছেলে একাব্বর হোসেন (৫০)। আহত দুইজন হলো- মোটরসাইকেল আরোহী শাকিল (১৮) ও অটোভ্যানযাত্রী খসরু মিয়া (৫০)। আহতদের বাড়ি উপজেলার বড়চওনা ও জিতেশ্বরী গ্রামে। আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সুমন ও আহত শাকিল স্থানীয় বড়চওনা-কুতুবপুর কলেজের (বিকে) কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে বড়চওনা বাজার থেকে যাত্রী নিয়ে সখীপুরের উদ্দেশ্যে রওনা দিলে এক কিলোমিটার দূরে মৌটের পুকুরপাড় এলাকায় পৌঁছালে বড়চওনাগামী একটি মোটরসাইকেলের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. ফারজানা সুমি মোটরসাইকেল চালক সুমন ও অটোভ্যান চালক একাব্বর হোসেনকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর আশরাফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।