সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে তিন গ্রাম হেরোইনসহ মনির হোসেন (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ৩০ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই ওয়ার্ডের মৃত শাহজাহান আলীর ছেলে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, মনির দীর্ঘদিন ধরে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে যাচ্ছিল। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বুধবার ৩১ আগস্ট সকালে মাদক মামলায় টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।