সখীপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুরে ১০ লাখ টাকার বিদ্যুৎ বিলের বোঝা মাথায় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন আন্তাজ আলী নামে এক কৃষক। তাঁর বাড়ি উপজেলার কুতুবপুর আবেদনগর গ্রামে। গত এক সপ্তাহ আগে ১০ লাখ ১০ হাজার ৬৯০ টাকার বিদ্যুৎ বিল পরিশোধের কাগজ হাতে পান তিনি। বিলের কাগজ নিয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগে বারবার যোগাযোগ করেও কোন সমাধান পাননি। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে তার নামে মামলা করার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন ওই কৃষক।
বিদ্যুৎ গ্রাহক আন্তাজ আলী জানান, গত ২০০২ সালে বিদ্যুৎ উন্নয়ন র্বোডর (পিডিবি) একটি আবাসিক সংযোগ নেন। যার হিসাব নং ৫২৪৬ ও গ্রাহক নং ৭৪৭১৭৫৩৯। ২০১২ সাল পর্যন্ত তিনি নিয়মত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও ২০১৩ সালের জানুয়ারি মাসের ৪৪ হাজার টাকার একটি বিদ্যুৎ বিলের কাগজ তাঁকে দেওয়া হয়। বিষয়টি নিয়ে তিনি সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগে যোগাযোগ করেন। সে সময় বিলটি সংশোধন করা হবে বলে তাকে আশ্বাস দেয়া হয়। এ নিয়ে পুনরায় অভিযোগ করলে পরীক্ষার জন্য ওই গ্রাহকের মিটার খুলে আনা হয়। এরপর থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকলেও কিছুদিন পর তাকে আরও সাত লাখ ৫০ হাজার টাকার আরেকটি বিল পাঠানো হয়। এতে তিনি দিশেহারা হয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন। বিষয়টি খতিয়ে দেখতে সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়।
সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের ওই প্রতিবেদন থেকে জানা যায়, ওই গ্রাহকের মিটারটি এনালগ হওয়ায় দীর্ঘদিন ধরে প্রতিমাসে ২০০ ইউনিটের গড়বিল করা হয়েছে। এরপর মিটার রিডিং ১৫২১৫ ইউনিট দেখিয়ে বকেয়া সমন্বয় করতে শুধুমাত্র ২০১৩ সালের জানুয়ারি মাসের ৫৫৪০ ইউনিট বিল করা হয়। যা গড়বিল ২০০ ইউনিট থেকে ৫৩৪০ ইউনিট বেশি। এমতাবস্থায় দীর্ঘদিন কোন বিলের কাগজ না দেয়া হলেও গত সপ্তাহ আগে ওই গ্রাহককে ১০ লাখ ১০ হাজার ৬৯০ টাকার বিদ্যুৎ বিল পরিশোধের কাগজ পাঠানো হয়। তিনি আরও জানান, তিন বছর আগে অফিসের লোকেরা নতুন মিটার দেয়ার কথা বলে বাড়ির মিটার খুলে নেয়। কিন্তু তার নামে ১০ লাখ টাকার বিল করেছে। বারবার বিদ্যুৎ অফিসে গিয়েও কোন সমাধান পাননি। বিল পরিশোধ না করলে তার নামে মামলা করার হুমকি দিচ্ছে বলে জানান তিনি।
সখীপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহাদত আলী বলেন, বিলটি আপত্তিকৃত। ওই গ্রাহককে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয় হবে।