সখীপুর সংবাদদাতাঃ
টাঙ্গাইলের সখীপুরে বাল্য বিয়ের পাশাপাশি বিয়ে বিচ্ছেদের সংখ্যা ক্রমেই বাড়ছে। বিয়ে বিচ্ছেদে স্বামী-স্ত্রীকে, স্ত্রী-স্বামীকে পাঠাচ্ছেন তালাকের নোটিশ। গত ১১ মাসে ১ হাজার ২০৪টি বিয়ে বিচ্ছেদের ঘটনা নিবন্ধন করা হয়েছে বলে সখীপুর উপজেলার ৮ ইউনিয়নের কাজী ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪টি কাজী অফিস সূত্রে এ তথ্য জানাগেছে। স্ত্রীর প্রতি স্বামীর অমনোযোগ, স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন, শ্বশুর- শ্বাশুরি কর্তৃক পুত্রবধূ নির্যাতন, পরনারী আসক্তি, স্বামীর মাদকাসক্তি, স্বামীর প্রবাসে থাকা এবং স্ত্রীর ভরণ-পোষণের অনীহাই এসব বিয়ে বিচ্ছেদের মূল কারণ।
সূত্রমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ১১ মাসে ১২ টি কাজী অফিসে মেয়ে কর্তৃক (ডি-তালাক), ছেলে কর্তৃক (বি-তালাক) ও উভয় পক্ষের সম্মতিতে (সি-তালাক) এই তিন স্তরের ১ হাজার ২০৪টি বিয়ে বিচ্ছেদ (তালাক) নিবন্ধন করা হয়েছে।
সংশ্লিষ্ট কাজীদের সঙ্গে কথা বলে জানা যায়, হাতিবান্ধা ইউনিয়নে ৬৫ টি, যাদবপুর ইউনিয়নে ১১২টি, বহুরিয়া ইউনিয়নে ৮৫টি, গজারিয়া ইউনিয়নে ৯৮টি, দাড়িয়াপুর ইউনিয়নে ১০৫ টি, কালিয়া ইউনিয়নে ১১০টি, বহেড়াতৈল ইউনিয়নে ৭০, কাকড়াজান ইউনিয়নে ১১৩ টি ও পৌর সভার ৪টি কাজী অফিসে ৪৪৬টি বিয়ে বিচ্ছেদ( তালাক) নিবন্ধন করা হয়েছে।
কালিয়া ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) মাওলানা মাহবুব জামান বলেন, গত ১১ মাসে তিন স্তরের ১১০টি বিয়ে বিচ্ছেদ (তালাক ) রেজিস্ট্রি করা হয়েছে। এদের অধিকাংশ বিয়ে বিচ্ছেদই স্ত্রী কর্তৃক দেয়া হয়েছে।
সখীপুর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভা সদর অফিসরে কাজী শফিউল ইসলাম বাদল বলেন, বেশির ভাগ বিয়ে বিচ্ছেদ স্ত্রীরাই করে থাকেন। সামাজিক অস্থিরতা, মাদকাসক্তের প্রভাব, পরস্পরকে ছাড় না দেয়ার মনোভাব, মেয়ের মা কিংবা ছেলের মা-বোনের নির্যাতন, স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকা এবং স্ত্রীর ভরণ-পোষণের অনীহাই বিয়ে বিচ্ছেদের মূল কারণ বলে তিনি জানান।