সখীপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে পুলিশ বিষেশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, উপজেলার প্রতিমা বংকী গ্রামের ইউসুফ আলী ওরফে কবিরাজের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) কে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবা এবং ভালুকা উপজেলার ডাকাতিয়া হিজলপাড়া গ্রামের আবদুল জব্বার ফকিরের ছেলে এনামুল হক (৩২) কে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।