
টাঙ্গাইলের সখীপুর উপজেলার অধিকাংশ সড়কগুলোতে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত গতিরোধক দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় এসব গতিরোধকের কারণে প্রায় প্রতিনিয়তই ঘটছে ছোটবড় সড়ক দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, সখীপুর-গোপিনপুর সড়কের সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তৈলধারা বাজার পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার সড়কে ১১ টি গতিরোধক রয়েছে। এর মধ্যে তৈলধারা বাজারে ৩ টি, মসজিদের পাশে ২, মহানন্দনপুর বাজারে ৩টিসহ ওই সড়কে ১১ টি গতিরোধক রয়েছে।
এলাকাবাসী ও দুর্ঘটনার শিকার একাধিক ব্যক্তি জানান, ৬ কিলোমিটার সড়কে ঢালাওভাবে ১১টি গতিরোধক দেওয়া হয়েছে। স্থানীয়রা এসব গতিরোধকগুলো সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করবে বলে মনে করে দিয়েছেন। কিন্তু গতিরোধকগুলো উপকারে না এসে উল্টো বিপদ ডেকে আনছে। এতে সড়কে চলাচলকারীদের প্রায় অঘটন ঘটছে।
দিঘীরচালা গ্রামের আলমগীর হোসেন ােভ প্রকাশ করে বলেন, ‘এই রাস্তায় যতগুলো গতিরোধক আছে সব অপ্রয়োজনীয়’। শুধু এই সড়কেই নয় উপজলোর প্রায় প্রতিটি সড়কে অপরিকল্পিত গতিরোধক রয়েছে। যে কারণে লাভের পরিবর্তে তির সংখ্যাই বেশি। এসব গতিরোধকের আগে পরে কোনো চিহ্ন না থাকার ফলে সড়কে চলাচলকারীদের ভোগান্তির শিকার হতে হয়।
ওই সড়কের নিয়মিত অটোচালক আনছু মিয়া বলেন, প্রতিদিন আট-দশবার তৈলধারা থেকে সখীপুর বাজারে যাতায়াত করি। এই সড়কে গতিরোধকগুলোতে কোনো রং দেওয়া না থাকায় সবসময় খেয়াল থাকে না। একটু অসাবধান হলেই হতে পারে বড় দুর্ঘটনা।
কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন বলেন, ‘আসলে আমাদের গ্রামে আইল্যান্ড বেশি। স্থানীয়রা সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন বাজার ও মসজিদের সামনে গতিরোধক দিয়েছেন।’ প্রশাসনকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থাসহ গতিরোধকগুলো খুব দ্রুত রঙ দিয়ে চিহ্নিত করে দেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা হাসান ইবনে মিজান বলেন, সড়কটি রোড এন্ড হাইওয়ের। তবে সড়কে গতিরোধক দিলে অবশ্যই অনুমোদন নিয়ে দিতে হয়।