ভ্রাম্যমান প্রতিনিধিঃ
সখীপুর উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম খুড়িয়ে চলছে। আহ্বায়ক কমিটি গঠনের দুই বছরের অধিক সময় পেরিয়ে গেলেও সম্মেলন না হওয়ায় দলটির সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। দলের নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। তবে দলটির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় আড়াই বছর আগে সখীপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলেও খোরশেদ আলম মাস্টারকে আহ্বায়ক এবং শাজাহান সাজুকে যুগ্ম-আহ্বায়ক করে তিন মাসের জন্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন মাসের মধ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়। কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও ওই কমিটি সবগুলো ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে ব্যর্থ হয়। এদিকে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের কিছুদিন পর পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। একইভাবে ওই সম্মেলনেও নাজিম উদ্দিনকে আহ্বায়ক ও হাজী আবদুল গনিকে যুগ্ম-আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিকেও তিনমাসের মধ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে সম্মেলনের আয়োজন করতে বলা হয়। কিন্তু তারাও সম্মেলন আয়োজনে ব্যর্থ হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিনেও উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন না হওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রমে ভাটা পড়েছে। সরকার বিরোধী আন্দোলনেও নেতাকর্মীদের মাঠে দেখা যায় না। তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। নেতা কর্মীরা আরও জানান, দীর্ঘদিন ধরে সম্মেলন না হওয়ায় দলের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে। গত পৌর নির্বাচনকে ঘিরে এ বিভক্তি প্রকাশ্যে রূপ নেয়। পৌর নির্বাচনে জেলা বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাসির উদ্দিনকে মনোনয়ন দিলেও সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ফলে দলীয় প্রার্থীকে জামানত হারাতে হয়।
অন্যদিকে, উপজেলা শ্রমিকদল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলের কোন কমিটি না থাকায় তাদের কার্যক্রম একেবারে নেই বললেই চলে। প্রায় আট বছর আগে উপজেলা কৃষক দলের সম্মেলনে দুই বছরের মেয়াদে কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও নতুন কমিটি গঠনের কোন সম্ভাবনা দেখা যাচ্ছেনা। এদিকে, সম্মেলনের দুই মাস পেরিয়ে গেলেও উপজেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়নি।
পৌর বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন বলেন, জাতীয় আন্দোলন ও বিভিন্ন নির্বাচনের কারণে পৌর বিএনপির সম্মেলন করা সম্ভব হয়নি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম মাস্টার বলেন, আহ্বায়ক কমিটি থাকলে দলের কার্যক্রমে কিছু দুর্বলতা থাকে। কয়েকটি ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠনের কাজ চলছে। আশা করি খুব দ্রুত একটি সফল সম্মেলন করা সম্ভব হবে।
এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, দল পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন চলছে। অচিরেই কাউন্সিলরদের মাধ্যমে সখীপুর উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।