সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে ভাইবোন, দেবর-ভাবী ও চাচি-ভাতিজা প্রার্থী হয়েছেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পৌরসভার ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে হায়দার আলি নির্বাচন করছেন। এদিকে হায়দার আলির সহোদর সানোয়ার হোসেনের স্ত্রী পারুল মাহমুদ ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন।
পারুল মাহমুদ জানান, দেবর কাউন্সিলর প্রার্থী হওয়ায় তার নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মঞ্জুরুল হক মজনু প্রার্থী হয়েছেন। তার সহোদর বড় বোন সাজেদা পারভীন ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে অংশ নিয়েছেন।
সাজেদা পারভীন জানান, সংরক্ষিত ওয়ার্ডে নিজের, বাবার এবং শ্বশুরবাড়ি হওয়ায় নির্বাচনে তারই জয়ী হওয়ার সম্ভাবনা
বেশি। অন্যদিকে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে এখলাছ হায়াৎ সরোয়ার এবং তার চাচা শাহজাহান মুন্সীর স্ত্রী নাছিমা আক্তার শান্তি ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন।
একই ওয়ার্ডে তিন পরিবারের ঘনিষ্ঠজনরা নির্বাচনে প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।