ভ্রাম্যমান প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুর উপজেলা সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ ওঠেছে। ওই সাব-রেজিস্ট্রি অফিসের ঘুষ লেনদেন একটি প্রভাবশালী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।
তথ্যানুসন্ধানে জানা যায়, সাব-রেজিস্ট্রার খালিদ বিন আসাদ সখীপুরে দায়িত্ব গ্রহনের পর অফিসের মোহরার মো. চান মিয়ার মধ্যস্থতায় স্থানীয় দলিল লেখক সমিতির সভপতি/সাধারণ সম্পাদকের নেতৃত্বে ওই সিন্ডিকেট গঠন করা হয়। প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে সকল প্রকার দলিল রেজিস্ট্রিতে দাতা-গ্রহীতাদের কাছ থেকে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। জমির সাফ কবলা দলিল রেজিস্ট্র্রি করতে প্রতি দলিলে জমি বা ভূমি গ্রহীতাদের কাছ থেকে সরকারি নির্দিষ্ট পরিমাণ ফি জমা দেয়া ছাড়াও বিক্রিত জমির নির্ধারিত ক্রয় মূল্যের বিপরীতে প্রতি লাখে ২ থেকে আড়াই হাজার টাকা করে সাব-রেজিস্ট্র্রারকে ও প্রতি লাখে ৫০০ টাকা করে ওই কার্যালয়ের মোহরার বা দায়িত্বরত কর্মচারিকে নগদ জমা দিয়ে দলিল রেজিস্ট্রি করতে হয়। সাফ কবলা ব্যতিত অন্য সকল প্রকার দলিল রেজিস্ট্র্রি করতে প্রদি দলিলে অফিস সহকারি ও মোহরার মো. চান মিয়াকে সাব-রেজিস্ট্র্রারের বখশিষ বাবদ ৫ হাজার টাকা ঘুষ দিতে হয়। এভাবে প্রতিদিন লাখ লাখ টাকা ঘুষ গ্রহণ হচ্ছে।
অনুসন্ধানে দেখা গেছে, সাব-রেজিস্ট্রার ঘুষ গ্রহনের সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে ১০ থেকে ১৫ লাখ টাকা। দানপত্র বা হেবা, অছিয়তনামা জাতীয় দলিল রেজিস্ট্রি করতে গ্রহীতাদের গুনতে হচ্ছে সরকার নির্ধারিত ফি’র অতিরিক্ত ৫ থেকে ৪০ হাজার টাকা। ঘুষ ছাড়া কোন দলিল সাব-রেজিস্ট্রারের টেবিলে জমা নেয়া হয়না। প্রতিদিনের ঘুষের টাকা সাব-রেজিস্ট্রার খালিদ বিন আসাদ, অফিস সহকারি ও মোহরার মো. চান মিয়া ও দলিল লেখক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক ভাগ- বাটোয়ারা করে নেয় বলে সূত্র জানায়। সাব-রেজিস্ট্রার খালিদ বিন আসাদের ঘুষ গ্রহনের ফলে জমির ক্রেতা বা দলিল গ্রহীতারা দিশেহারা হয়ে পড়েছে। তাছাড়া জমির কাগজ পত্রে সামান্য ভুল-ত্রুটি থাকলে দিতে হয় চাহিদা অনুযায়ী বাড়তি টাকা, সে টাকার পরিমান নির্ধারিত ঘুষের দ্বিগুণ। সাব-রেজিস্ট্রার সরকারি নীতিমালা তোয়াক্কা না করে ঘুষ নিয়ে জমি বিক্রির শর্ত মোতাবেক সকল কাগজপত্র ও খাজনা-খারিজ না থাকলেও দলিল রেজিস্ট্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, জমির শ্রেণি পরিবর্তন করেও হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। সখীপুর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পেটোয়া বাহিনীর হাতে নাজেহাল হওয়ার ভয়ে কেউ প্রতিবাদ কারা সাহস পায়না।
এ বিষয়ে সাব-রেজিস্ট্রার খালিদ বিন আসাদ মোবাইল ফোনে জানান, প্রতি দলিলে জেলা রেজিস্ট্রারকে টাকা দিতে হয়। তাই তারা বাধ্য হয়ে দলিল রেজিস্ট্রি করতে অতিরিক্ত টাকা নেন। তিনি সখীপুর সাব-রেজিস্ট্রি অফিসের বিষয়ে সংবাদ না লিখে জেলা রেজিস্ট্রার অফিসের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ লেখার পরামর্শ দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।