গণবিপ্লব রিপোর্টঃ
দৈনিক সমকাল ও বাংলাদেশ বেতারের টাঙ্গাইল প্রতিনিধি আব্দুর রহিম মোল্লার বাবা রাজ আলী মোল্লা সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাইজউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার(১০ নভেম্বর) সকালে নিজ গ্রাম নাগরপুর উপজেলার গয়হাটা নয়াপাড়া ঈদগাঁ মাঠে জানাযা নামাজ শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক জাফর আহমেদ, জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল ইউনিটের সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল সহ স্থঅনীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।