গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন গত ১৪ মে (শনিবার) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুজ্জামান মিয়া (৮১ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন, একই বিভাগের সহযোগী অধ্যাপক মৃদুল চন্দ্র পোদ্দার। যুগ্ম-সম্পাদক পদে ব্যবস্থাপনা বিভাগের মোস্তাফিজুর রহমান (৭২ ভোট) নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক আজিজুর রহমান বাবলা। এছাড়া কোষাধ্যক্ষ পদে রসায়ন বিভাগের প্রভাষক আসলাম হোসেন (৬৬ ভোট) পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন ইংরেজী বিভাগের প্রভাষক কুশল ভৌমিক।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বপালন করেন, অর্থনীতি বিভাগের প্রফেসর মঞ্জুরুল হক ভুঁইয়া। সহকারি হিসেবে দায়িত্বপালন করেন হিসাববিজ্ঞানের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহিদুল ইসলাম।
প্রকাশ, ১২৫ জন ভোটারের মধ্যে ১২২ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, নির্বাচিত সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ মিলে সভাপতি নির্বাচিত করবেন।