সরিষাবাড়ী প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে গরীবে’র টাকা মেরে এনজিও উধাও হওয়ায় শনিবার (১৫ জুলাই) পৌর সভার সামর্থবাড়ী মহল্লায় মাঠকর্মী’র বাড়ী ঘেরাও করে ৮ শতাধিক ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে-সরিষাবাড়ী পৌর সভা’র সামর্থবাড়ী’র সরকার অনুমোদিত ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেড রেজীঃ নং-N-C-101870112,এর মাধ্যমে গভঃবর্তী ,বয়স্ক,বিধবা মহিলাদে’র বিভিন্ন সেবা দেয়া’র আশ্বাষ দেন। এন জিও’র উপকারভোগী হিসেবে প্রায় ৮ শত গভঃবর্তী ,বয়স্ক, বিধবা মহিলাকে সদস্য করা হয়।ওই সদস্যদেরকে রিলিফ হিসেবে ১০ কেজি চাল,৫ কেজি আটা,লবন ১ কেজি,ডাল-১ কেজি,সয়াবিন তৈল-২ কেজি,২ কেজি চিনি ও বিধবাদে’র কে ৫ বছর মেয়াদী বিধবা ভাতা প্রতি মাসে-৩ হাজার ৩ শত করে দেয়ার নামে কার্ড প্রদান করা হয়। বিধবা ভাতা কার্ডধারীদের নিকট থেকে ৫ হাজার টাকা ও রিলিফ কার্ডধারীর নিকট থেকে ২ হাজার করে টাকা আদায় করা হয়। এ টাকা আদায় করেন“ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেড” এর নিয়োগ প্রাপ্ত সামর্থবাড়ী মহল্লা’র মৃত আব্দুল আজিজুর রহমান হুলু সরকারের ছেলে হারুন অর রশিদ। মাঠকর্মী হারুন অর রশিদ প্রায় ৮ শতাধিক গভঃবর্তী ,বয়স্ক,বিধবা মহিলাদে’র নিকট থেকে প্রায় ১৫ লক্ষাধিক টাকা সঞ্চয়ে’র নামে আদায় করেন।ওই সঞ্চয়ের টাকা নিয়েও রিলিফে’র পণ্য,বয়স্কভাতা,বিধবা ভাতা না দিয়ে ৫ মাস যাবৎ নানা তালবাহানা করে আসছে। এ ঘটনায় ভুক্তভোগী সদস্যরা সমবেত হয়ে সদস্যদে’র নিকট থেকে সমিতি কর্তৃক আদায় টাকা অথবা এনজিও কর্তৃক দেয় প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে মাঠ কর্মীর বাড়ী ঘেরাও করেন। এ প্রেক্ষিতে মাঠকমী ৩ মাসের মধ্য এন জি ওর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা সাথে আলোচনা করে একটি সমঝোতা করবেন আশ্বাষে ৩ শত টাকা ষ্ট্যাম্পে একটি লিখিত ডকুমেন্ট করে স্থানীয় বলারদিয়ার গ্রামের স্বপ্না বেগমের নিকট জমা রাখায় ভুক্তভোগীরা চলে যান।এ নিয়ে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী সদস্য রায়দে’র পাড়া গ্রামের শিরিনা,শেফালী,বেগম,হাসি,বলারদিয়ার গ্রামের আনোয়ারা জানান-আমাদের নিকট থেকে নেয়া টাকা ফেরত চাই। অথবা সমিতি কর্তৃক দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই।
ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেড’এর সরিষাবাড়ী এরিয়ার কর্তব্যরত নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা’র নিকট মোবাইল করলে তাকে পাওয়া যায়নি।তবে মাঠ কর্মী হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দরিদ্রদে’র টাকা মেরে পলাতক হওয়া ঠিক হয়নি। আপনারা পত্রিকায় লিখে গরীবকে সহায়তা করুন।
মৌলভী বাজার জেলার রাজনগর উপজেলার ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটেড”এর চেয়ারম্যান মৌমিতা ইসলাম কে মুঠো ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।