সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পতিবার (২৯ জুন) বিকালে আদালতে সাজাপ্রাপ্ত আসামী পৌরভার বাউসী বাড়ঙ্গালী এলাকার পুকুরিয়রি চর গ্রামের মুত সুমার আলী সুতারের পুত্র জবান আলী (৫০) পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। অপরদিকে পুলিশের বিরুদ্ধে আসামিকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ পরিবারের।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে জবান আলী তার স্ত্রী মালেকা বেগম, ছেলে আরিফ (১০) ও মেয়ে চায়না খাতুনকে (১২) নিয়ে আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে অবস্থান করছিল। পুলিশ সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৪ টার সময় জবান আলী ও তার স্ত্রী, পুত্র, কন্যাদের গ্রেপ্তার করে থানা হাজতে নিয়ে যায়। তাৎক্ষনিক জবান আলী থানা হাজতে মৃত্যুর যন্ত্রনায় ছটফট শুরু করলে পুলিশ তাকে সাড়ে ৫টার দিকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। অপর দিকে মৃত জবান আলীর স্ত্রী, পুত্র ও কন্যাদের কড়া নিরাপত্তায় থানা হাজতে আটক রেখেছে। সংবাদ পেয়ে কর্মরত সাংবাদিকরা থানায় নিহতের স্ত্রী মালেকা বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করলে পুলিশি বাধার মুখে ব্যর্থ হয়। নিহত জবান আলীর পারিবারিক সূত্র জানায়, পুলিশ জবান আলীর উপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে মেরে ফেলেছে। অপর দিকে অফিসার ইনর্চাজ সরিষাবাড়ী থানা রেজাউল ইসলাম খান জানান, জবান আলী ২০০৬ সালের আদালতে দায়ের করা ৪২০ ধারার মামলার সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন পলাতক থাকার কারণে আদালত জবান আলীর বিরুদ্ধে তিন বছরের সশ্রম কারাদন্ড নগদ ১০ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের দন্ড প্রদান করেন। তিনি আরও জানান, আদালতে আত্মসমপর্ণ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে।