বুলবুল মল্লিকঃ
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, সাংবাদিকদের সৎ, সাহসী, দলনিরপেক্ষ ও বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ক্ষুরধার লেখনির মাধ্যমে দেশপ্রেমের স্বাক্ষর রাখতে হবে। যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে তাদের সম্পর্কে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, রাজনীতির নামে যারা মসজিদ-মন্দিরে আগুন দেয় তারা দেশের শুভাকাঙ্খী হতে পারেনা। মৌলবাদ-জঙ্গিদের প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। অভ্যন্তরীণ বিভেদের জন্য সাংবাদিকরা বিভিন্ন সময় অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হন। সাংবাদিকদের ঐক্যবদ্ধতাই এ থেকে উত্তরণের সহজ পথ। তিনি শনিবার(২৩ জানুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন।
তিনি আরো বলেন, টাঙ্গাইল প্রেসক্লাবে মাননীয় প্রধানমন্ত্রী ভূমি দিয়েছেন, ভবন নির্মাণে অর্থ দিয়েছেন প্রয়োজনে আরো সহযোগিতা দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো। সাংবাদিকদের যথাযথ প্রশিক্ষণের জন্য টাঙ্গাইল জেলা পরিষদের নিয়ন্ত্রণে একটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান ফারুক, টাঙ্গাইল সদর আসনের সাংসদ আলহাজ মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক আশরাফ হোসেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
এরআগে প্রধান অতিথি বঙ্গবন্ধু অডিটরিয়ামে পৌঁছলে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়।