গণবিপ্লব রিপোর্টঃ
সাংবাদিক রাইসুল ইসলাম লিটনের মাতা ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মো. শামছুল হকের স্ত্রী মোছা. মনোয়ারা বেগম শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে অসুস্থ্যতাজনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ২ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে রামপুর সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক রাইসুল ইসলাম লিটনের মায়ের অকাল মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মো. আখতার হানিফ ও সাধারণ সম্পাদক মু. জোবায়েদ মল্লিক বুলবুল গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।