ইতিপূর্বে জাতির পিতার ছবি, প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিয়ে গণমাধ্যমে অনেক কথাই প্রকাশ হয়েছে। ঈদ, কোরবানি, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা নির্বাচন করাসহ বিভিন্ন দিবসে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি যত্রতত্র ব্যবহারের সংস্কৃতি বেশ কিছুদিন ধরে চালু হয়েছে। বারবার বলা সত্ত্বেও এ ব্যাপারে কেউ কর্ণপাত করেনি। জাতির পিতা বা প্রধানমন্ত্রী ছবি ছোট করে দিয়ে তার চেয়ে একটু বড় এলাকার বড়ভাইয়ের ছবি দিয়ে বিশাল করে এলাকার কোন চিহ্নিত সন্ত্রাসীর ছবি গেলেও তা নজরে আসেনি কারো। যার ধারাবাহিকতায় দেখা যায়- বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করে ব্যবহার করেছেন এক সাংসদ। সংসদ সদস্য এম এ লতিফের ফেস্টুন লাগানোর ঘটনায় এবার সবার কানে জল গেছে। শুরু হয়েছে তোলপাড়। নিজের ছবিতে বঙ্গবন্ধুর মুখ লাগিয়ে ফেস্টুন টাঙানোর ঘটনায় নেতাকর্মীদের তোপের মুখে পড়ে ঢাকায় অবস্থান করছেন চট্টগ্রাম-১১ আসনের এ সাংসদ। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। রাষ্ট্রদ্রোহ অপরাধে তার বিচারের দাবি উঠেছে। বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লতিফের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। এদিকে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার ঘটনায় লতিফের বিরুদ্ধে একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সম্প্রতি পত্রিকান্তরে এ ছবি প্রকাশ হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের (বন্দর, হালিশহর ও পতেঙ্গা) সাংসদ এম এ লতিফ গত শনিবার(৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বন্দরনগরীর পতেঙ্গা, বিমানবন্দর থেকে আগ্রাবাদ পর্যন্ত বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ছবিযুক্ত ফেস্টুন টাঙিয়েছেন। ফেস্টুনে ব্যবহার করা ছবিতে দেখা যায়, লম্বা পাঞ্জাবি, চাপা পায়জামা ও পায়ে হালফ্যাশনের কালো জুতা (স্নিকার) পরে বঙ্গবন্ধু দাঁড়িয়ে আছেন। ছবির নিচে সাংসদ লতিফের নামসহ বিভিন্ন উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। ফেস্টুনে ব্যবহার করা বঙ্গবন্ধুর প্রতিকৃতির মুখমন্ডল বঙ্গবন্ধুর হলেও শরীর তার নয়। অন্য কারও শরীরে কম্পিউটার কারসাজির মাধ্যমে মুখমন্ডল যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন আসা শুরু হলে এই ছবিগুলো নামিয়ে ফেলা হয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স ভবনের সামনে সর্বশেষ ছবিটাও নামিয়ে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু সাধারণত খাটো পাঞ্জাবির সঙ্গে ঢোলা পায়জামা ও স্যান্ডেল পরতেন। কখনো কখনো ওই সময়কার ডিজাইনের জুতাও পরতেন। ফেস্টুনে বঙ্গবন্ধু যে ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন দেখানো হয়েছে, সেভাবে তিনি দাঁড়াতেন না। এম এ লতিফের নিজের ছবিকে এডিট করে নিজের মুখমন্ডলের পরিবর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখমন্ডল বসিয়েছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল বলেও অভিযোগ করছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ ধরনের ঘটনার পুনরাবৃতি যাতে না হয় সে জন্য জাতির পিতার ছবি ব্যবহারে নীতিমালা করা একান্ত জরুরি। এটা না করা হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তখন কিছু বলার থাকবে না। আমরা মনে করি এই সাংসদের দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে এর সুরাহা শুরু হোক।