গণবিপ্লব রিপোর্টঃ
মরদেহ গ্রহণ করে তার বাসায় উঠানোর কথা থাকলেও, উঠাননি তিনি, অংশ নেননি জানাযায়। জানাযা পড়ান স্থানীয় এক হেফাজত নেতা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ঠাঁই হয়নি ভাইয়ের বাড়িতেও।
সালাউদ্দিন কাদের চৌধুরীর চাচাতো ভাই এবিএম ফজলে করীম চৌধুরীর লাশ গ্রহণের কথা থাকলেও, সাকা চৌধুরীর লাশ চট্টগ্রামে পৌঁছানোর পর তিনি সেটা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে সাকা চৌধুরীর লাশ গ্রহণ করেন সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
এরপর যেখানে সাকার জানাযা হওয়ার কথা ছিলো সেখানে না হয়ে বড় পুকুর পাড়ে তার নামাজে জানাযা সম্পন্ন হয়। সেখানেও অংশ নেননি সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই ফজলে করীম চৌধুরী।
এমনকি দাফনের সময়ও উপস্থিত ছিলেন না ফজলে করীম। সাকা চৌধুরীর জানাযা ইমামতি করেন হেফাজতে ইসলামের নায়েবে আমির মুহিবুল্লাহ বাবুনগরী।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানেই বড় ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশে দাফন করা হয় সাকা চৌধুরীকে।