গণবিপ্লব ডেস্কঃ
রিভিউ শুনানির আগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনসহ চারটি বিষয়ের বৈধতা চ্যালেঞ্জ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীর করা রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফরিদ আহমদ শিবলী র হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর পক্ষে এ বিষয়ে শুনানিতে ছিলেন আইনজীবী মহসিন রশিদ। অন্যদিরে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম ও সহকারী অ্যাটর্নি জেনারেল হাসানুজ্জামান।
আদেশের পর আমাতুল করীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাইব্যুনাল গঠন করার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল রিটে। এ বিষয়ে হাই কোর্টের একটি রায় আছে ২০১০ সালের। সিদ্ধান্ত হয়ে যাওয়া একটি বিষয়ে আবারও আলোচনা করলে সময় নষ্ট হবে যুক্তি দেখিয়ে আদালত তা কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।”
তবে আবেদনকারী চাইলে অন্য বেঞ্চে আবারও বিষয়টি তুলতে পারবে বলে জানান তিনি।
আবেদনকারীর আইনজীবী মহসিন রশিদ বলেন, “আমরা আবেদনটি উপস্থাপন করেছিলাম। আাদলত শুনবে বলে না জানিয়েছে।”
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের দেওয়া ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) করতে সাকা চৌধুরীর করা আবেদনের শুনানির আগের দিন তার স্ত্রীর ওই আবেদন তালিকা থেকে বাদ পড়ল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর পাশাপাশি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনও মঙ্গলবার শুনবে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে এই রিভিউ শুনানি হবে। এই বেঞ্চই গত ১৬ জুন একাত্তরের বদর প্রধান আলী আহসান মোহাম্মদ মুজাহিদের যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে। আর মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের ত্রাস সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আপিলের রায় আসে ২৯ জুলাই।
রিভিউ খারিজ হলে ফাঁসি এড়াতে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগই কেবল থাকবে এ দুই যুদ্ধাপরাধীর।
আপিল বিভাগ গত ৩ নভেম্বর রিভিউ শুনানির দিন ঠিক করে দেওয়ার পর একই দিনে হাই কোর্টে এই রিট আবেদন করেন ফারহাত কাদের চৌধুরী।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা ব্যক্তি ও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের সুযোগসহ চার বিষয় চ্যালেঞ্জ করা হয় ওই আবেদনে।
ফারহাত পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের ৪৭ (৩) ধারায় আনা পরিবর্তনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ করে থাকলে সেই ব্যক্তি বা ব্যক্তিসমষ্টির বিচারের বিষয়টি যুক্ত করা হয়েছে ওই ধারায়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৬ ধারা অনুসারে হাই কোর্টের বিচারপতিদের ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য করা হয়, এটিও চ্যালেঞ্জ করছেন সালাউদ্দিন কাদেরের স্ত্রী।
সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে ২০১৩ সালে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের আগে তার খসড়ার অংশ ফাঁস হয়েছিল। তা নিয়ে করা মামলায় ফারহাত কাদেরও আসামি।
সূত্রঃ বিডি নিউজ ২৪ ডটকম