গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগধারা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী রোববার(৩ এপ্রিল) সন্ধ্যায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ইত্যাদি।
টাঙ্গাইল কুটুম বাড়ী রেস্টুরেন্টে সাপ্তাহিক যুগধারা’র চতুর্থ বর্ষপূর্তি ও পঞ্চম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সাপ্তাহিক যুগধারার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এইচএম হাবিবুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের কমান্ডার খন্দকার জহিরুল হক ডিপটি, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠের সম্পাদক অ্যাডভোকেট জাফর আহম্মেদ, কালিহাতী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আখতার শামিম, টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র তানভির হাসান ফেরদৌস নোমান, সাপ্তাহিক যুগধারার প্রধান সম্পাদক রশিদ আহাম্মদ আব্বাসী, দি ডেইলি নেক্সট নিউজের সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মু. জুবায়েদ মল্লিক বুলবুল, টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী এমএ করিম, দৈনিক লোককথা পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক রতন সিদ্দিকী, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি অধ্যাপক এসএম মনিরুজ্জামান, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মালেক আদনান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ওমর ফারুক বিপ্লব, সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, টাঙ্গাইল জেলা আওয়ামী নবীন লীগের সভাপতি মারুফ রহমান মাসুদ, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি রাইসুল ইসলাম লিটন, ঘাটাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকুল, যমুনা নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক সরেজমিন বার্তা’র জেলা প্রতিনিধি মৃদুল চৌধুরী, শাহীন আলম, শরিফুল ইসলাম শরিফ, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, শরিফুল ইসলাম সহ সাংবাদিক, কবি, সাংস্কৃতিক ও মানবাধিকার কর্মী, সাহিত্যিক, ছাত্র-যুবক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি।