নিজস্ব সংবাদদাতাঃ
সাভারের আমিন বাজারে এক নবজাতক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে সাভার পৌর এলাকার বক্তারপুর থেকে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার লাশ দুটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে সাভার থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান ,আমিনবাজারে বরদেশী গ্রামের ময়লা আবর্জনার স্তুপের মধ্যে সকালে পথ শিশুরা (টোকাই) ৫-৭ দিন বয়সের শিশুর লাশ দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে তারা। ওই স্থানে বহু লোক জমায়েত হয়। শিশুটির গলাকাটা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সাভার থানার এস আই ফরিদ আহম্মেদ জানান,কোন পাষন্ড মা তার অবৈধ লালশার ফসল এই নিষপাপ শিশুটিকে নিমম ভাবে হত্যা করছে। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপরদিকে পৌর এলাকার বক্তারপুর থেকে গার্মেন্ট কর্মী ৩ সন্তানের জননী ইয়াসমিন আক্তারের (২৫) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ইয়াসমিন তার স্বামীর সাথে ঝগড়া করে সিলিং ফ্যানের সহিত গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সাভার থানার এস আই জাকারিয়া লাশটি উদ্ধার করেছেন। এঘটনায় সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।