*মু. জোবায়েদ মল্লিক বুলবুল*
দিনে দিনে আমরা যান্ত্রিক হয়ে পড়ছি, হয়ে পড়ছি আত্মকেন্দ্রিক। যেদিকে তাকাই একই চিত্র; কর্মস্থল-বাসাবাড়ি, অফিস-আদালত, রাস্তা-ঘাট, সর্বত্রই-যেন সাবলীল ভিডিও ফুটেজ। এখন নিজেকে নিয়েই যেন বেশি ব্যস্ত আমরা। আমাদের আশপাশে যারা আছে তাদের নিয়ে ভাবার বা কিছু করার ফুরসত নেই যেন কারো। আত্মকেন্দ্রিক মনোভাবের কারণে সামাজিক দায়বদ্ধতা-মানবিকতা দূরে সরে যাচ্ছে। আত্মকেন্দ্রিকতা পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর তা বলাই বাহুল্য। ব্যক্তির আত্মকেন্দ্রিকতা সামাজিক ব্যাধি বৈকি। বর্তমান সময়ে আত্মকেন্দ্রিক মনোভাব পুরো সমাজের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে।
সমাজে ছোট-বড়র তফাৎটা আজকাল বয়সের সীমানায় সীমাবদ্ধ থাকছে। জ্ঞান বা অভিজ্ঞতা মূল্য হারাচ্ছে। অন্য সব ক্ষেত্রে এক শ্রেণির অকালপক্করা নাকগলিয়ে সমাজে স্বীয় মতবাদ বা ইচ্ছার বাস্তবায়নে ব্যস্ত। তারা সমাজের সার্বিক উন্নয়ন-উৎকর্ষতার বায়বীয় মায়াজালে অজান্তেই সমন্বিত সামাজিক বলয়কে ধংস করে দিচ্ছে। এতে ব্যক্তির সামাজিক দায়বদ্ধতা দিনে দিনে উবে যাচ্ছে। অবস্থা বিশ্লেষণে সমাজ বিজ্ঞানীরাও আগামীর সমাজ ব্যবস্থার ভঙ্গুরতা উপলব্দি করে খাবি খাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার পরিচর্যা না থাকায় তারুণ্যের অদম্য উচ্ছ্বাস ভুল পথে চালিত হচ্ছে, বাড়ছে সামাজিক অপরাধ, ঘটছে লোমহর্ষক ঘটনা।
বাবা-মা হত্যার দায়ে আলোচিত চরিত্র ঐশির কর্মকান্ডও আত্মকেন্দ্রিকতারই ফসল বলে প্রতীয়মান। এত্ত অল্প বয়সে বাড়ির আদরের মেয়েটি কখন বখে গেছে তা টেরই পাননি আতœকেন্দ্রিক বাবা-মা। ফলে যা হয়েছে তা সবাই কমবেশি অবগত। আদালতের রায়ে ঐশিকে ফাঁসি দেয়া হয়েছে। তার বয়স, পারিপার্শ্বিক ও সামাজিক পরিবেশ আদালত কতটা যুক্তিযুক্ত বিবেচনায় নিয়েছেন জানিনা; কিন্ত রায়ে খুশি হতে পারেনি দেশের অধিকাংশ সচেতন মানুষ। যদিও ঐশির আইনজীবীরা উচ্চাদালতে আপীল করার অভিপ্রায় ব্যক্ত করেছেন, তারপরও উৎস্যুক সচেতনের প্রশ্নের তালিকা ছোট নয়।
পারভেজ আখতার নামে এক মা সন্তানের হাতে নিজের মৃত্যুর দাবি করে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “আমি অবাক হই বারবার, আমার মৃত্যু হয় বারবার, আমার জন্মও হয় বারবার। বারবার জন্ম হয় বলেই অনেক নতুন কিছু দেখি আর শুনি। যেমন দেখছি ঐশি নামের মেয়েটির ডাবল মৃত্যুদন্ডের আদেশ হয়েছে। আমি কারো সন্তান, কারো মা। আপাতত একজন মা হিসেবেই বলছি ঐশির এই বিচার আমি মানি না।……কিন্তু কে শুনবে আমার কথা! কে মানবে আমার কথা! আমার আইনে, আমার বিচারে ঐশি নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। কখনো শুনছি ঐশি প্রাপ্তবয়স্ক, কখনো শুনছি ঐশি অপ্রাপ্তবয়ষ্ক। প্রাপ্তবয়ষ্ক আর অপ্রাপ্তবয়ষ্ক যা’ই হোক না কেন, আমি ঐশিকে কখনো দোষ দিব না। মা হয়ে আমি যদি আমার সন্তানের সঠিক খেয়াল না নিতে পারি তাহলে আমি কেমন মা?…আমি যদি আমার সন্তানের সঠিক খেয়াল না নিতে পারি তবে আমার মৃত্যুও যেন আমার সন্তানের হাতে হয়। তবে হ্যাঁ, এর জন্য যেন আমার সন্তানের জেল-জরিমানা এবং ফাঁসির আদেশ না হয়।” এ কথাগুলো শুধুমাত্র এক মায়ের নয় বাঙালি প্রতিটি মায়ের অভিব্যক্তিও একই রকম। বাঙালি মায়েরা নিজেকে নিঃশেষ করেও সন্তানের মঙ্গল কামনায় ব্যাপৃত থাকে। বখে যাওয়া মাদকাসক্ত সন্তানের সংশোধন বাসনায় মা তাকে ‘পুলিশ হেফাজতে’ দিলেও মাতৃত্বের অশ্রুতে চোখ ঝাপসা হয়ে ওঠে, মৃত্যু কামনা মায়ের কাছে কল্পনাতীত।
নিকট অতীতে ধর্মীয় অনুশাসনের খড়গ মাথার উপর থাকলেও প্রগতিশীল মুরব্বিদের সমাজ সচেতনতা ছিল প্রখর। তীক্ষ্ণ দৃষ্টিতে সামাজিক কাজকর্মের বিশ্লেষন করা হতো। বিভিন্ন পাড়া-মহল্লায় সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠন, ক্লাবের ছড়াছড়ি ছিল। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা পড়ালেখার ফাঁকে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত রাখত, খেলাধূলা ছিল তাদের নিত্যদিনের রুটিন। তারা দলবেঁধে মাঠে ফুটবল, ব্যাডমিন্টন কিংবা ক্রিকেট, ভলিবল খেলত, বার্ষিক নাটক মঞ্চস্থ করত পাড়া-মহল্লায় যাতে তারা নিজেরাই অভিনয় করত, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকত প্রায় সারাবছর, সাহিত্য প্রতিযোগিতার মাধ্যমে মুক্তচিন্তার চর্চা চালাত। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকান্ডে তারা সব সময়েই সক্রিয়ভাবে অংশ নিত। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিংবা শীতার্ত অসহায় দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াতো নিঃসংকোচে দৃঢ়পদে। সমাজপতি বা সমাজের নেতাদের চিন্তা ও কাজে ব্যক্তি নয় সামগ্রিক সার্বজনীনতার প্রকাশ ঘটত। তারুণ্যের অদম্যতাকে তারা সঠিক পথে চালনায় পরামর্শের সাথে উদ্যোগ নিতেন। সমাজে কোন অপরাধ সংঘটিত হলে ‘হারিকেন বা মশাল বাত্তি’ জ্বালিয়ে সমাজেরই এক ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে জানান দিত ‘অমুক জায়গায়… বিষয়ে সালিশ’। নির্দিষ্ট সময়ে সমাজের লোকজন স্বইচ্ছায় জমায়েত হতেন সালিশে। সালিশে সবকিছু বিবেচনায় সিদ্ধান্ত হতো সর্বজন গ্রহনযোগ্য। নবান্ন বা উৎসব-উপলক্ষে একে অন্যের বাড়িতে যাতায়াত ছিল অবাধ, পরম যত্ন বরণ করতেন একে অপরকে। শান্তির নহর বইতো সমাজে। অতি মাত্রায় আত্মকেন্দ্রিকতার কারণে সে ‘সময়’ হারিয়ে গেছে কালের গর্ভে। আত্মকেন্দ্রিকতা সামাজিক বৈষম্য বাড়িয়ে তুলছে। আত্মকেন্দ্রিক মানুষ কোনোভাবেই সমাজ কিংবা দেশের জন্য সমৃদ্ধি বয়ে আনতে পারে না। বরং তারা বোঝা হিসেবে গণ্য হয়। সব ধর্মেই পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন, আশপাশের মানুষজনদের সাহায্য-সহযোগিতা করার নির্দেশনা রয়েছে। কিন্তু ধর্মের সেই নির্দেশনা বা বিধান প্রতিপালন করছেন ক’জন? সামাজিক পরিবেশ বা সামাজিক ভারসাম্যতা প্রতিষ্ঠায় ব্যক্তির ‘সামাজিক দায়িত্ব’ শুধু কথার কথা নয়-এ এক কঠিন বোধ। সেই দায়িত্ববোধ থেকে ক’জন এগিয়ে আসেন, বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কেবলই হতাশ হতে হয়। তেমন যখন আমাদের সামাজিক পরিস্থিতি, তার মাঝেও কেউ কেউ নিঃস্বার্থভাবে সামাজিক দায়িত্ববোধ থেকে আশপাশের মানুষদের জন্য কিছু করতে সচেষ্ট হন। তাদের অধিকাংশই তরুণ, পূর্বপুরুষের দায়বদ্ধতায় তারুণ্যের অদম্যতা তাড়া করে বলেই তারা আশপাশের মানুষদের জন্য কিছু করার চেষ্টা করেন।
আতœকেন্দ্রিক পরিতৃপ্তি ও স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে যারা আমাদের তারুণ্যকে ব্যবহার করছেন তারাই সমাজের মূল অপরাধী। তাদের অপরাধ ব্যক্তি ও সমাজকে ধংস করে দিচ্ছে। স্বার্থান্বেষীরা শিশু-কিশোর-তরুণ-যুবকদের হাতে মাদক ধরিয়ে দিয়ে অপরাধমূলক কাজে বাধ্য করছে। পথেঘাটে রেলস্টেশনে ফুটপাতে বাস টার্মিনালে অবহেলায় পড়ে থাকা ছিন্নমূল অসহায় শিশু-তরুণদের মাদকে অভ্যস্ত করে ব্যবহার করছে অপরাধ সংঘটনে। শুধু অসহায় ছিন্নমূলই নয় উজ্জ্বল ভবিষ্যতের হাতছানিতে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরাও মাদকাসক্ত হয়ে জড়িয়ে পড়ছে নানা অপরাধে। স্বার্থান্বেষীদের আস্কারায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত এবং ধনাঢ্য পরিবারের সন্তানরা বাবা-মায়ের আদর-স্নেহ-ভালবাসা না পেয়ে সাময়িক মানসিক প্রশান্তি ও পরিতৃপ্তির প্রত্যাশায় মাদকাসক্ত হচ্ছে, বিচ্ছন্ন হচ্ছে সামাজিক বলয় থেকে। মাদকের মতোই তারা সাইবার ক্রাইমেও জড়াচ্ছে।
বাবা-মায়ের সঠিক যতœ, পরিচর্যা, স্নেহ, মায়া, মমতা না পেয়ে সামাজিক দুর্বৃত্তায়নে তাদের কেউ কেউ ভয়ঙ্কর অপরাধী, ছিনতাইকারী, মাস্তান, চাঁদাবাজ, সন্ত্রাসী হয়ে ওঠছে। এ থেকে উত্তোরণের একমাত্র উপায় তরুণদের জেগে ওঠা। তারুণ্যই পারে আতœকেন্দ্রিকতার গন্ডি ভেঙ্গে নবজাগরণ ঘটাতে।
বর্তমান সময়ে তরুণ-তরুণীরা পড়াশোনা আর ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার কাজে এতটাই বিভোর এবং ব্যস্ত থাকে যে তাদের আশপাশে তাকানোর ফুরসত থাকেনা। এরপরেও তারা যতটুকু অবসর সময় পায় তা কাটায় ফেসবুক, টুইটার কিংবা মোবাইল ফোনে বন্ধু-বান্ধবীদের সঙ্গে দীর্ঘসময় আড্ডা দিয়ে। আত্মকেন্দ্রিকতা তাদের গ্রাস করেছে, নিজেকে নিয়েই তারা ব্যস্ত থাকতে পছন্দ করছে বেশি।
চারদিকে স্বার্থপর, মতলববাজ, ধান্ধাবাজ মানুষের কর্মকান্ড দেখতে দেখতে আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এখন যদি কেউ সত্যি সত্যি ভালো কিছু করতে নিঃস্বার্থভাবে সততার সঙ্গে মহৎ উদ্দেশ নিয়ে এগিয়ে আসে তাহলে তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, তার কর্মকান্ডকে বাঁকা চোখে দেখতে চায় সবাই।
ধনাঢ্য পরিবারের সন্তান হওয়ায় এক শ্রেণির তরুণ-তরুণী অবাধে স্বেচ্ছাচারী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে, নানা ধরনের অপকর্ম করছে, প্রকাশ্যে রাজপথে মাতাল হয়ে গাড়ি নিয়ে বেরোচ্ছে, ট্রাফিক জ্যামে আটকে পড়ায় বিরক্ত হয়ে সঙ্গের পিস্তল দিয়ে গুলি ছুড়ে নিরপরাধ মানুষকে হত্যা করতে দ্বিধা করছে না। তারা একেকজন ঐশি, অন্তত মানসিকতার মিলটা স্পষ্ট। এমন অপরাধীদের ধরতে কিংবা সাজা দিতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যখন দ্বিধাগ্রস্ত হয়, বিব্রত বোধ করে কিংবা তাদের রক্ষা করতে নানা গল্প সাজায়, টালবাহানা করে তখন বুকের ভেতর অনেক কষ্ট, দুঃখ, গ্লানি, বেদনা মুচড়ে ওঠে। তখনই সামাজিক অবক্ষয়ের চিত্র জনসমক্ষে ফুটে ওঠে।
সময়ের অনেকটা বিপরীত দাঁড়িয়ে দেশের অদম্য তরুণ-তরুণীর মতো আরো অনেকেই সমাজের কল্যাণ চিন্তায় কিছু একটা করার কাজে ব্রতী হয়েছেন। তাদেরও হয়তো তেমনি বাধাবিপত্তি প্রতিকূলতার মুখোমুখি হতে হচ্ছে। তাদের অনেকেই হতাশ বিরক্ত বিফল মনোরথ হয়ে সে পথ থেকে সরে আসছেন, নিজেকে আবার আতœকেন্দ্রিক খোলসের মধ্যে বন্দি করছেন। পরোপকারী, সৎ এবং মহৎ মানুষের সংখ্যা দিনে দিনে কমছে। ধান্ধাবাজ, স্বার্থপর, কুটিল, বদ মতলবের মানুষের ছড়াছড়ি আমাদের কেবলই হতাশ ও বেদনার্ত করে তুলছে। তারপরও কল্যাণমুখী চিন্তাাধারা নিয়ে আমাদের তারুণ্যের একটি বড় অংশ দেশপ্রেমের মনোভাব ঠিকই ধরে রেখেছেন হৃদয়ের গভীরে। দেশপ্রেমে উদ্বুদ্ধ এ তারুণ্য সমাজ পরিবর্তনে নানামুখী কর্মকান্ড পরিচালনা করছেন, নিজ নিজ অবস্থান থেকে সামাজিকতার পরিমন্ডলে সার্বজনীনতা ফিরিয়ে আনতে কাজ করছেন। বিচ্ছিন্নভাবে হলেও ওইসব সমাজসংস্কারক তরুণ-তরুণীদের অভিনন্দন জানাই। তাদের অদম্য পরোপকারী, সৎ ও মহৎ প্রাণের তারুণ্যের উচ্ছ্বাসে কল্যাণমূলক কর্মকান্ড আমাদের ভীষনভাবে আশাবাদী করে। আজকের তরুণ প্রজন্মের কাছে আহ্বান, আত্মকেন্দ্রিক মনোভাব ত্যাগ করে নিঃস্বার্থভাবে সমাজের জন্য ‘কিছু করতে’ ব্রতী হোন।