সোহেল পারভেজঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের সিংগুরিয়া মহিলা বিএম কলেজের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
কলেজ মিলনায়তনে পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল গফুর মিঞার সভাপতিত্বে গত ২২ আগস্ট(শনিবার) বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিংগুরিয়া মহিলা বিএম কলেজের প্রতিষ্ঠাতা সোহেল পারভেজ, বিদ্যুৎসাহী সদস্য আব্দুল করিম মিঞা, সাবেক অধ্যক্ষ কবি আযাদ কামাল, জুলিয়া পারভেজ, শিক্ষক প্রতিনিধি শাহনাজ আফরোজা বেনু, প্রভাষক সম্পা আক্তারসহ শিক্ষক, কর্মচারি ও এলাকার সুধীজন।
অনুষ্ঠানে বিগত বছরের উল্লেখযোগ্য ফলাফলে সন্তুষ্ট হয়ে পরিচালনা পর্ষদ শিক্ষার্শীদের উৎসাহিত করার জন্য বিনামূল্যে বই বিতরণ করেন উল্লেখ করা হয়।
প্রকাশ, কলেজটিতে এ বছর পাসের হার শতভাগ। গতবছর ২৫জন ছাত্রীর মাঝে ১৩ জন এ প্লাস ও ১২ জন পেয়ে শতভাগ শিক্ষার্থী পাস করে। বিগত ২০১০ সালে প্রতিষ্ঠিত সিংগুরিয়া মহিলা বিএম কলেজে আজ পর্যন্ত কোন শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।