গণবিপ্লব ডেস্কঃ সিঙ্গাপুরে বাংলার কণ্ঠ পত্রিকার পক্ষ থেকে অর্থনীতি বিষয়ক ইংরেজি ম্যাগাজিন (ঢাকা থেকে প্রকাশিত) ‘দি হরাইজন’ এর সম্পাদক, স্বাধীনতা পরবর্তী সময়ে নির্ভীক কলমযোদ্ধা সৈয়দ মঞ্জুর মোর্শেদকে সংবর্ধনা দেয়া হয়েছে। সেই সাথে সিঙ্গাপুরের ৫০ বছর উদযাপন উপলক্ষে ছিল কবিতা আবৃতি ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। বাংলাদেশ সেন্টারের বাংলার কণ্ঠ কার্যালয়, ৫৩ অ রয়েল রোডে রোববার(২ আগস্ট) সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস চেম্বারের (বিডি চ্যাম ) সভাপতি মির্জা গোলাম সবুর। সভাপতিত্ব করেন বাংলার কণ্ঠ সম্পাদক একেএম মোহসিন। শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদের সভাপতি কাজী শিহাব উদ্দিন লিটন। সন্মাননাপত্র পাঠ করেন বাংলার কণ্ঠ কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।
সৈয়দ মঞ্জুর মোর্শেদ তার কর্মজীবনের ওপর প্রকাশিত গ্রন্থ বাংলার কণ্ঠ লাইব্রেরিতে প্রদান করেন। তিনি তার বক্তব্যে কর্মময় জীবনের নানা চড়াই উতরাইয়ের কথা কাব্যিকভাবে তুলে ধরেন। সিঙ্গাপুরে বাংলার কণ্ঠ ও প্রবাসী বাংলাদেশিদের সাহিত্য সংস্কৃতি চর্চার প্রশংসা করেন তিনি।
সৈয়দ মনজুর মোর্শেদকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ও কালচারাল ফোরামের সদস্যবৃন্দ। সন্মাননাপত্র হাতে তুলে দেন সভাপতি ও প্রধান অতিথি।
কবিতা আবৃতি করেন ইংরেজিতে হুমায়রা বিনতে শাজাহান কাশফিয়া, রচনা কিবরিয়া মোহাম্মদ শাজাহান সিঙ্গাপুর এসজি ৫০, স্বরচিত কবিতা মোহর খান, শ্রমিক মনির, কাজী শিহাব উদ্দিন লিটন, জাহাঙ্গীর আলম, সৈয়দুর রহমান লিটন (নিউ ক্লিয়াস কবিতা )।
সঙ্গীত পরিবেশন করেন জাকির মির্জা, মাসুদ পারভেজ অপু, বাচ্চু, আকাশ আলিম, সোহেল রানা। যন্ত্রে ছিলেন তবলায় প্রদীপ, গিটার কবির। সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।
প্রসঙ্গত, সৈয়দ মনজুর মোর্শেদ সিঙ্গাপুরের ৫০ বছর পূর্তি বিভিন্ন অনুষ্ঠানমালা কাভারেজ, শারীরিক চিকিৎসার উদ্দ্যেশে সিঙ্গাপুরে আসেন। তিনি বাংলার কণ্ঠের শুরু থেকে পত্রিকাটির একজন শুভাকাঙ্খী ও পরামর্শক হিসেবে আছেন। সূত্রঃ অনলাইন।