গণবিপ্লব ডেস্কঃ
বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের পর পরই আগামী এক মাসের মধ্যে দেশে মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধনে তথ্যভাণ্ডার চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গত শনিবার(২৩ এপ্রিল) হোটেল ওয়েস্টিনে ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে মোবাইল হ্যান্ডসেটের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারে এই খবর জানান প্রতিমন্ত্রী।
তারানা হালিম বলেন, গত ১৬ ডিসেম্বর থেকে দেশে বায়েমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন চালু করা হয়েছে। এর উদ্দেশ্য অপরাধ দমন ও অপরাধীদেরকে শনাক্ত করা। এবার দেশে অবৈধ সেট বন্ধ করার উদ্দেশ্যে আগামী মাস খানেকের মধ্যে মোবাইল হ্যান্ডসেটের নিবন্ধন শুরু হবে।
সেমিনারে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টাস অ্যাসোসিয়েশন জানায়, চোরাই পথে আনা তিন হাজার কোটি টাকার হ্যান্ডসেট থেকে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারায়। এটা বন্ধ করা দরকার।
সেমিনারে প্রতিমন্ত্রী তারানা হালিম খুবই অল্পদামে সবার হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার ঘোষণা দেন।