রাজধানীসহ সারা দেশে বেসরকারি স্কুলে ভর্তি ফি ও বেতন বৃদ্ধির খবর ছাপা হচ্ছে বিভিন্ন দৈনিকে। কোনো কোনো স্কুলে ফি-বেতন বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। ফলে অভিভাবকরা দিশেহারা। ঢাকার নামি শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন নিসা স্কুলে টিউশন ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের আন্দোলনের সচিত্র খবর গত কয়েক দিন ধরেই সংবাদমাধ্যমে প্রকাশিত-প্রচারিত হচ্ছে।
নতুন বছরে ভর্তির সময়টাতে প্রতি বছরই বাড়তি বেতন-ফি আদায়ের নৈরাজ্য দেখা যায়। এবারো ব্যতিক্রম হয়নি, সরকারি চাকরি খাতে নতুন বেতন কাঠামোর অজুহাত দেখিয়ে বরং এই নৈরাজ্য এবার আরো ব্যাপকতা পেয়েছে। নতুন শিক্ষা বছর সামনে রেখে গত নভেম্বরেই বেসরকারি স্কুল/স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক-নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রণয়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালায় যথারীতি কোন শ্রেণিতে কিভাবে শিক্ষার্থী ভর্তি করা হবে এবং কোন ক্ষেত্রে ভর্তি ফি কত হবে তা ঠিক করে দেয়া হয়েছে। এবারের নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগর এলাকায় অবস্থিত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা, আংশিক এমপিওভুক্ত এবং এমপিও বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ আট হাজার এবং ইংরেজি ভার্সনে ১০ হাজার টাকা নেয়া যাবে। এর মধ্যে উন্নয়ন খাতে কোনো প্রতিষ্ঠান তিন হাজার টাকার বেশি আদায় করতে পারবে না। একই প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণির ভর্তির ক্ষেত্রে সেশন ফি নেয়া যাবে; তবে পুনরায় ভর্তি ফি নেয়া যাবে না। ঢাকা মহানগরীসহ সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত স্তরের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলার কথা এই নীতিমালা অনুসারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই নীতিমালা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে মানছে না। রাজধানীর নামি-দামি স্কুল থেকে মফস্বলের স্কুল সবাই শামিল হয়েছে বেতন বাড়ানোর প্রতিযোগিতায়। রাজধানীর ভিকারুন নিসা স্কুলে টিউশন ফি দ্বিগুণ করে দেয়ার প্রতিবাদে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন ওই স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের যুক্তি হলো- এমপিওভুক্ত শিক্ষকদের বর্ধিত বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এমপিও-বহির্ভূত শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হচ্ছে বলে এই বাড়তি ব্যয়ের জন্য তারা ফি বাড়িয়েছেন। অভিভাবকরা বলছেন, এ ব্যয় মেটানোর জন্য ফি দ্বিগুণ করা অযৌক্তিক। বেতন কাঠামোর ব্যাপারটিকে স্কুলগুলো অজুহাত হিসেবে ব্যবহার করছে। আমরাও মনে করি, বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে বেসরকারি স্কুলগুলো প্রয়োজনে সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারে, নীতিমালা সংশোধনেরও দাবি জানাতে পারে। কিন্তু নীতিমালাকে উপেক্ষা করে একতরফাভাবে তারা কিছুতেই বেতন-ফি বাড়িয়ে দিতে পারে না।
আমরা লক্ষ করেছি, নতুন শিক্ষাবর্ষে ভর্তির সময় ও এসএসসির পরীক্ষার ফরম পূরণের সময়টাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাড়তি অর্থ আদায়ের একটা বড় মওকা হিসেবে নেয়। সরকারের নীতিমালা, মন্ত্রণালয়ের আদেশ-নির্দেশ কোনো কিছুই তাদের নিবৃত্ত করতে পারে না। গত বছর এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ নেয়া অতিরিক্ত ফি ফেরত দিতে আদালতকে পর্যন্ত নির্দেশ দিতে হয়েছে। উদ্বেগের ব্যাপার হলো- দেশে আইনকানুন আছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আইনকানুন, বিধিবিধান মেনে চলছে কিনা তা দেখার জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু আমরা দেখছি সেই প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কাজ করে না। আমরা বুঝতে পাছি না অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রতিষ্ঠানিক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে দুর্বলতা কোথায়? এই প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারিতার শক্তির উৎসই বা কোথায়? আমরা চাই, স্কুল কর্তৃপক্ষ যাতে ইচ্ছেমতো বাড়তি বেতন-ফি আদায় না করতে পারে তার জন্য কার্যকর ব্যবস্থা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো নিক, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বেচ্ছাচারিতা বন্ধে সরকার কঠোর হোক। অনিয়মকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হোক। দেশের সরকারি-বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের বিধিবদ্ধভাবে পরিচালনা যে কোনোভাবেই নিশ্চিত করতে হবে সরকারকে।