গণবিপ্লব ডেস্কঃ বলিউডের খ্যাতনামা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, যে ছবিতেই কাজ করেন, তা মোটামুটি বক্স অফিসে ভালই সাফল্য পেয়েছে। গায়িকা হিসেবেও তিনি সফল। এবার অভিনেত্রীর দাবি, তিনি যদি সংসারী হন, তাহলে সেক্ষেত্রেও তিনি সেরা স্ত্রী হয়ে দেখাবেন।
এক সাক্ষাৎকারে তাঁর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয়। সেখানে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হয় তিনি কি কেরিয়ারের শীর্ষে থাকতে থাকতেই গ্ল্যামার জগৎ থেকে নিজেকে সরিয়ে নেবেন? সেই উত্তরে প্রিয়াঙ্কা বলেন, তিনি সেদিনই সিনেমার জগৎ থেকে সরে যাবেন, যেদিন তিনি নিজের কাজ নিয়ে সন্তুষ্ট হয়ে যাবেন। যতদিন না তিনি তৃপ্ত হচ্ছেন, ততদিন তিনি কাজ করে যাবেন। তিনি মনে করেন বলিউডে তিনি অর্জন করতে এসেছেন, এবং এখনও নিজেকে একজন অর্জনকারী হিসেবেই দেখেন প্রিয়াঙ্কা। প্রতিদিন প্রতিমুহূর্তে নতুন কিছু শিখছেন অভিনেত্রী এবং গায়িকা। সমস্ত ক্ষেত্রে, সব কাজেই নিজের সেরাটা দিতেই অভ্যস্ত প্রিয়াঙ্কা। তাই পিগি চপস মনে করেন যখন সংসার করবেন, তখনও সেরা স্ত্রী হয়েই দেখাবেন।
অন-স্ক্রিনে সঞ্জয় লীলা বনশালীর ছবি ‘বাজিরাও মস্তানি’তে বাজি রাওয়ের স্ত্রী কাশী বাইয়ের ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। আগামী ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে এই ছবি। সূত্রঃ অনলাইন।