হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে দেশের নতুন-পুরোনো সব জঙ্গিগোষ্ঠী। ছোট ছোট নানা দলে ভাগ হয়ে সংগঠিত হচ্ছে নতুন নতুন নামে। দলে ভেড়াচ্ছে শিক্ষিত তরুণদের। অস্ত্র-বিস্ফোরকের মজুত গড়ার চেষ্টাও করছে তারা। কেউ কেউ সিরিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও তথ্য মিলছে।
অনেক দিন ধরে দেশে জঙ্গিবিরোধী কার্যক্রম তদারক করছেন—আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন একজন উচ্চপদস্থ কর্মকর্তার মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর যেসব তৎপরতা গোয়েন্দা নজরদারিতে এসেছে, ২০০৫ সালের পর নয় বছরে এমনটা দেখা যায়নি।
হঠাৎ জঙ্গিদের তৎপরতা বাড়ার কথা স্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) মনিরুল ইসলামও। তিনি বলেন, সারা বিশ্বে উগ্র মতাদর্শীদের মধ্যে আইএসকে কেন্দ্র করে যে উন্মাদনা চলছে, তার প্রভাব এ দেশেও পড়েছে। এর মধ্যে আইনপ্রয়োগকারী সংস্থার নজরদারিও বেড়েছে। যার কারণে গত ছয় মাসে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর প্রায় ১০০ জন গ্রেপ্তার হয়েছে। অস্ত্র-বিস্ফোরকসহ বোমা তৈরির বিপুল পরিমাণ উপাদান উদ্ধার করা হয়েছে।