গোপালপুর ২৮ ফেব্রুয়ারি : টাঙ্গাইল জেলার গোপালপুরের কৃতি সন্তান কথাসাহিত্যিক কবি ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত এ বছর ‘সৈয়দ আলী আহসান পদক’ লাভ করেছেন। গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানে কবি সৈয়দ আলী আহসান প্রতিষ্ঠিত সংগঠন সেন্টার ফর ন্যাশনাল কালচার তাঁর হতে এই সম্মানজনক সাহিত্য পদক হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি আবদুল মালেক।
বক্তব্য রাখেন সিএনসি’র সহ-সভাপতি মুহাম্মদ ফয়জুল কবীর, বিশিষ্ট গবেষক ও ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম, কথাসাহিত্যিক সাংবাদিক সংগঠক সিএনসি’র নির্বাহী পরিচালক মাহবুবুল হক, কিশোরভাবনা সম্পাদক হানিফ খান ও কবি মাসুম সায়ীদ হক প্রমুখ।
হারুন ইবনে শাহাদাতের জন্ম ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর, টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সূতী হিজুলিপাড়া গ্রামে নানাবাড়ি, পৈতিৃক নিবাস, একই উপজেলার নবগ্রাম। তার প্রকৃত নাম মো. হারুন অর রশীদ, লেখক নাম হারুন ইবনে শাহাদাত। তার বাবার নাম মো. শাহাদাৎ হোসেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। মা হাছনা হোসেন গৃহিনী। হারুন ইবনে শাহাদাত বিবাহিত। তিনি একপুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি একটি জাতীয় দৈনিকের বার্তা সম্পাদক এবং জাতীয় সাপ্তাহিকের সিনিয়র প্রতিবেদক ও ফিচার এডিটর। তার লেখাপড়ার হাতেখড়ি নবগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনি গোপালপুর সূতী ভি.এম. সরকারি পাইলট হাই স্কুল, গোপালপুর সরকারি কলেজ, করটিয়ার ঐতিহ্যবাহী সাদত বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়ন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস (সম্মান), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) এবং সাউথ এশিয়ান মিডিয়া একাডেমি থেকে সাংবাদিকতার ওপর এম এম জে (মাল্টিমিডিয়া জার্নালিজম) ডিগ্রি লাভ করেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য, বাংলা একাডেমির সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইফটাইম রেজিস্টার্ড গ্র্যাজুয়েট। তিনি সৈয়দ আলী আহসান সাহিত্য পুরস্কারের আগে সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন লেপ্রোসি ইন্টারন্যাশনাল ক্রেস্ট, সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের জন্য জাতীয় প্রেস কাব কর্তৃক সংবর্ধনা মেডেল এবং শিশু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য সংস্কৃতি কেন্দ্র পুরস্কার লাভ করেছেন।
তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলো: ১.জ্বলছে চেচনিয়া ২.তারপরও ভালবাসি (উপন্যাস) ৩.ঘরে বসে বহু দূর (গল্প গ্রন্থ) ৪. নাফিস ও লিন্ডার গল্প ( গল্প গ্রন্থ ) ৫. নাবিলের টাইম মেশিন ( ২০২০ বইমেলায় প্রকাশিত বৈজ্ঞানিক কল্পকাহিনি )। ভিডিও সিডি: ফিলিস্তিনের আর্তনাদ। প্রকাশিতব্য:১. আরাকানের আকাশ ( কিশোর উপন্যাস) ২. নূর কুতুবুল আলমের চিঠি ( উপন্যাস)। ৩. নতুন সূর্যোদয় ( উপন্যাস) ৪. শুক্রগ্রহে অভিযান (বৈজ্ঞানিক কল্পকাহিনি)। ৫. সিরজুদ্দৌলাহর ঘোড়া ( উপন্যাস) । উল্লেখযোগ্য সম্পাদনা: ১. জেরুজালেম মুসলিম বিশ্বের সমস্যা ২. আদর্শ পরিবার গঠনের শত টিপস ৩.স্মৃতি ৪.আড্ডা ( সিঙ্গাপুর থেকে প্রকাশিত) ৫. মৌলিক জ্ঞান সিরিজ উত্তম চরিত্র গঠন ( সিঙ্গাপুর থেকে প্রকাশিত)।