ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের হাসড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে শনিবার(২৬ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
পাইকড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির সিকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির। স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল জজ কোর্টের অতিরিক্ত পিপি মো. মহসিন সিকদার।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের কর্মময় জীবনের উপর আলোচনায় অংশ নেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম খান সোহেল হাজারি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, সাবেক ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, পাইকরা ইউপি চেয়ারম্যান মো. আজাদ হোসেন, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চাঁন মাহমুদ পাকির, পাইকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন মোল্লা, পাইকড়া ইউনিয়ন আৗযামীলীগের সভাপতি মো. হায়দার আলী মোল্লা, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাখখারুল ইসলাম, কোকডহরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সেন্টু প্রমুখ।