গণবিপ্লব রিপোর্টঃ
টাঙ্গাইলে একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ হত্যা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১০ জুন) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চল হুগড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, সহোদর খোকা ও মুকুল।
টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন ফারুকী জানান, প্রায় দুই বছর আগে আব্দুল হক নামে এক ব্যক্তি খুন হন। এ ঘটনায় ২০১৪ সালের ১১ আগস্ট টাঙ্গাইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ওই মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। পরে গোপণ সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হুগড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হক হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পিস্তলটিই আব্দুল হক হত্যাকান্ডে ব্যবহৃত হয়েছিল বলেও আসামিরা স্বীকার করেছেন।