বিনোদন রিপোর্টঃ
আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে মাদকের ভয়াবহতা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘স্বর্গ থেকে নরক।’ সিনেমাটির নির্মাতা ডা. অরূপ রতন চৌধুরী। কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। সিনেমাটিতে অভিনয় করেছেন— ইলিয়াস কাঞ্চন, ফেরদৌস, নিপুণ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, শর্মিলী আহমেদ, আহমেদ শরীফ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চিত্রগ্রহণে ছিলেন রেকর্ডসংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। সিনেমাটি প্রযোজনা করেছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। নির্মাতা অরুপ জানান, এই ছবি শুধু সিনেমা হলেই নয়, সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে, গ্রাম-গঞ্জেও প্রদর্শনীর আয়োজন করা হবে। সামাজিক সচেতনতার কথা চিন্তা করেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। অরূপ রতন চৌধুরী প্রায় তিন দশক ধরে মাদকবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। নিজের গড়া সংগঠন মাদকদ্রব্য নেশা নিরোধ সংস্থা (মানস) থেকে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ধারবাহিকতায় মানুষকে মাদকের ভয়াবহতার বিষয়ে সচেতন করতে এবার নির্মাণ করলেন ‘স্বর্গ থেকে নরক’।