ভ্রাম্যমান প্রতিনিধিঃ

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ৫নং অলোয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ২৯ বছর মেম্বার হিসেবে দায়িত্ব পালনকারী আহাম্মদ আলী স্থানীয় তরুণ নেতা মো. সাইফুল ইসলামের কাছে পরাজিত হয়েছেন।
২৯ বছর পর তরুণ নেতৃত্বের কাছে পরাজয়ে ক্ষুব্ধ নন আহাম্মদ আলী। তিনি জানান, তরুণরাই তো নেতৃত্বে আসবে, আমাদের এখন বয়স হয়ে গেছে; দীর্ঘ সময় জনগনের সেবা করার চেষ্টা করেছি, কত টুকু পেরেছি তা জনগনই বিবেচনা করবে। সাইফুল তরুণ হলেও উদ্যমী, সে আমার কাছে সহযোগিতা চাইলে অবশ্যই করবো।
মেম্বার পদে স্থানীয় পর্যায়ে ঐতিহাসিক সাফল্য অর্জনকারী মো. সাইফুল ইসলাম জানান, আহাম্মদ আলী এলাকায় মেম্বার হিসেবে স্থায়ীভাবে পরিচিত হয়ে গেছেন, ওনার দীর্ঘ ২৯ বছরের অভিজ্ঞতা। পুরনোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলঅকার উন্নয়নে দু’জনে পাশাপাশি থেকে কাজ করবো।