গণবিপ্লব রিপোর্টঃ
আগামী ২৫ জুন ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকবে। তার পরিবর্তে ২৬ জুন দেয়া হবে ৪ জুলাইয়ের আগাম টিকেট। আর ২৬ জুনের পরিবর্তে ২৭ জুন দেয়া হবে ৫ জুলাইয়ের টিকেট।
বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্যের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৫ জুন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ‘সোনার বাংলা’ নামের একটি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জন্য ওই দিনের আগাম টিকেট বিক্রি বন্ধ করা হয়েছে।