গণবিপ্লব রিপোর্টঃ
এএফসি অনূর্ধ্ব-১৪ প্রমিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে মার্জিয়া ও আনুচিং-এর জোড়া হ্যাটট্রিকে ৯-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল ৩-১ গোলে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) নেপালের সঙ্গে শুধু ড্র করলেই সেমিফাইনালে উঠে যেতে পারতো বাংলাদেশ। কিন্তু ড্র নয়, নেপালকে গোলে ভাসিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দুশানবের এভিয়েটর স্টেডিয়ামে বাংলাদেশ ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে নেপালকে। হ্যাটট্রিক করেছে মার্জিয়া ও আনুচিং। প্রসঙ্গত গত ডিসেম্বরে কাঠমান্ডুতে এই নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। পক্ষান্তরে আগামী ৩০ এপ্রিল গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনালে খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপের সঙ্গে।
খেলার শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়া বাংলাদেশের মেয়েরা ২ মিনিটে এগিয়ে যায় মার্জিয়ার গোলে। ১৪ ও ৬৭ মিনিটে আরও ২ গোল করে হ্যাটট্রিক পূরণ করে কলসিন্দুরের মেয়ে মার্জিয়া। আনুচিং গোল করেছে ১৭, ২৮ ও ৩৮ মিনিটে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা আজও জোড়া গোল করেছে, তার গোল দুটি এসেছে ৬২ ও ৬৫ মিনিটে। সাজেদা ৩৩ মিনিটে একটি গোল করেছে। এ জয়ের সুবাদে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে শেষ ৪ নিশ্চিত করলো বাংলাদেশ।