কোর্ট রিপোর্টার:
টাঙ্গাইলে চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চার্জ গঠণের দিন ধার্য থাকলেও তা পিছিয়ে ৯ নভেম্বর ধার্য করা হয়েছে।
মামলার প্রধান আসামী টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানা অসুস্থ থাকায় ও মামলার ৭ আসামী পলাতক থাকায় এই চার্জ গঠণের দিন পিছিয়েছে আদালত। এছাড়াও এ মামালায় আত্মসমর্পন করা আরো দুই আসামী টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও নাসির উদ্দিন নুরুর জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া এ আদেশ প্রদান করেন।
এ ব্যাপারে মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী মনিরুল ইসলাম খান বলেন, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার প্রধান আসামী টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের এমপি আমানুর রহমান খান রানা অসুস্থ থাকাসহ মামলার পলাতক ৭ আসামীর পক্ষে স্টেটডিফেন্স নিয়োগ করার আদেশ প্রদান করে এ মামলার চার্জ গঠণের দিন ৯ নভেম্বর ধার্য করেছেন। পরে দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া আসামী ও বাদী পক্ষের যুক্তিতর্ক শুনে মামলার আত্মসমর্পন করা অপর দুই আসামী টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও নাসির উদ্দিন নুরুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।
গত ২৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ হত্যা মামলার অপর দুই আসামী টাঙ্গাইল পৌরসভার সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও নাসির উদ্দিন নুরু আত্মসমর্পন করে।
উল্লেখ্য ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল পৌর এলাকার কলেজপাড়ায় নিজ বাসার কাছে ফারুক আহমদের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। পরে তাঁর স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। জেলা গোয়েন্দা পুলিশ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি এই মামলায় অভিযোগপত্র দাখিল করেন।