
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার স্বল্প মহেড়া ও জামুর্কী গ্রামের সংযোগ তৈরি করেছে দুই কিলোমিটার সড়ক। মহেড়া জমিদার বাড়ি ও পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) সহজে যাতায়াতের একমাত্র পথ এটি। সড়কটি দিয়ে মহেড়া ও জামুর্কী ইউনিয়নের এক লাখের বেশি মানুষের চলাচল রয়েছে। তবে কাঁচা সড়কটির কারণে বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। পাঁচ-ছয় কিলোমিটার ঘুরে জমিদার বাড়ি আসতে হয় দর্শনার্থীদের।
স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলার এই দুই ইউনিয়নের কড়াইল, ভাতকুড়া, ছাওলিমহেড়া, আদাবাড়ি, জামুর্কী, গোড়ান, সাটিয়াচড়া, গুনুটিয়া, ধল্ল্যা ও বানিয়ারা গ্রামের কয়েক লাখ মানুষের যাতায়াত এই সড়ক দিয়ে। বাসাইল, দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার লোকজনও এ সড়ক দিয়ে জামুর্কী হাটে ও জামুর্কি স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করে। তবে কাঁচা সড়কের কারণে চলাফেরা প্রায় বন্ধ করে দিয়েছে এসব গ্রামের বাসিন্দারা। রোগীদের হাসপাতালে নিতে দুর্ভোগের শেষ থাকে না। বেহাল সড়কের কারণে ব্যবসা-বানিজ্যসহ আর্থ সামাজিক উন্নয়নেও পিছিয়ে পড়েছেন তারা।
এ সড়কের ভ্যানচালক নুরু মিয়া বলেন, সড়কটিতে আমাদের চলাচল করতে হয়। বেশি সমস্যা হয় বৃষ্টির সময়। যখন খালি গাড়ি থাকে তখন আরো কষ্ট হয়। কারণ মানুষের সাহায্য ছাড়া যাওয়া যায় না।
স্টার একাডেমি স্কুলের শিক্ষার্থী গাজী ফাহিম ও অহেদ বলেন, আমাদের স্কুলেই ৭০০-৮০০ শিক্ষার্থী রয়েছে। এখানে আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সবচেয়ে বেশি কষ্ট হয় বৃষ্টি ও বর্ষার সময়। অন্য সড়ক দিয়ে গেলে চার-পাঁচ কিলোমিটার ঘুরতে হয়। বৃষ্টি ও বর্ষার সময় আমরা নিয়মিত স্কুলে যেতে পারি না।
জামুর্কী নবাব স্যার আব্দুল গণি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী মিয়া বলেন, জন্ম থেকে দেখছি রাস্তার কোনো উন্নয়ন নেই। চার গ্রামসহ দুই থানার মানুষ এ রাস্তায় চলাচল করে। শিশুদের লেখাপড়া, কৃষিকাজ, ফসল আনা-নেয়া, গ্রাম থেকে শহরে যেতে ভোগান্তিতে পড়তে হয়। একটু বৃষ্টি হলেই কাদা মাড়িয়ে চলতে হয়।
এ বিষয়ে টাঙ্গাইল এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী জাহানারা পারভীন বলেন, মির্জাপুর উপজেলার স্বল্প মহেড়া ও জামুর্কী গ্রামের দুই কিলোমিটার কাঁচা সড়কটি এলজিইডির আইডিভুক্ত। ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিবি) কার্যক্রম চলমান রয়েছে। দ্রুতই সড়কটি পাঁকাকরণের কাজ বাস্তবায়ন করা হবে।