স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় প্রায় শতাধিক দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘প্রিয় টাঙ্গাইল জেলা’ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। রোববার (২৫ জুন) সকালে উপজেলার মাদারকোল পশ্চিম পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে দুস্থ অসহায় পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধ, পোলার চাউল, তেল, সাবানসহ ঈদ সামগ্রী বিতরণ করে।
অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রিয় টাঙ্গাইল জেলা’র প্রধান উপদেষ্টা ও টাঙ্গাইলের জনপ্রিয় সাপ্তাহিক গণবিপ্লব’র প্রকাশক ও সম্পাদক মো. মোশারফ হোসেন সিদ্দিকী (ঝিন্টু)। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মীর শামীমুল আলম। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের অ্যাডমিন, মো. সানোয়ার হেসেন, হেলাল উর রহমান, মো. আল-আমিন খান, আল-আমিন নীল, রবিউল ইসলাম, জিল্লুর রহমান, খায়রুল ইসলাম, আরিফ হাসান, আকাশ, রুমানা সিদ্দিকী, রেহেনা খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট বাবলু চৌধুরী।