কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে দৈনিক ভোরের কাগজ ও সাপ্তাহিক পূর্বাকাশের কালিহাতী প্রতিনিধি এবং কালিহাতী প্রেসক্লাবের কার্যকরি পরিযদের সদস্য আবুল কালাম আজাদ’র পিতা আবুল হাশেম(৯০) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্নাল্লিাহে রাজেউন)
তিনি মৃত্যু কালে ৮ ছেলে ২ মেয়ে সহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর বল্লা আল-মোকারম জামে মসজিদে নামাযে জানাযা শেযে বল্লা সামজিক কবরস্থানে দাফন করা হয়।উক্ত জানাযায় টাঙ্গাইল জেলা ও কালিহাতী উপজেলা
কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
তার মৃত্যুতে কালিহাতী প্রেসক্লাব,বল্লা সাধারন পাঠাগার ,কথাকলি সাহিত্য পরিযদ ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।