টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহড়া এলাকা থেকে মো. হুরমুজ আলী ওরফে হুমাকে মাদক সহ গ্রেপ্তারে করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন)।
গ্রেপ্তারকৃত হুরমুজ আলী (৫৫) কালিহাতী উপজেলার কোকডহড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন) এর অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন’র নেতৃত্বে ডিবির একটি দল কালিহাতী উপজেলার কোকডহড়া এলাকায় অভিযান চালিয়ে মো. হুরমুজ আলী ওরফে হুমাকে মাদক সহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।