
টাঙ্গাইল ৯ ডিসেম্বর : টাঙ্গাইলের নাগরপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আন্তঃ ইউনিয়ন চুড়ান্ত ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার (০৯ ডিসেম্বর) উপজেলা চত্বর মাঠে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় নাগরপুর ইউপি একাদশ- ১৯ পয়েন্ট এর ব্যবধানের ভাদ্রা ইউপি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হাওয়ার গৌরব অর্জন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার)আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
ভলিবল খেলায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন করীবরে পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আ্যাড. মুলতান উদ্দিন, ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি, মো. শওকত হোসেন ।
খেলায় নাগরপুর ইউপি একাদশ- ৭১ পয়েন্ট ও ভাদ্রা ইউপি একদশ ৫২ পয়েন্ট করে। শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্ধ, মুক্তিযোদ্ধা,শিক্ষক শিক্ষার্থী, সকল ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার।