টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শহীদ শফি সিদ্দিকীর ২৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার জেলার কালিহাতীর পাথালিয়ায় শফি সিদ্দিকী কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও তবারক বিতরণ হয়। পরে স্থানীয় স্কুল মাঠে শহীদ শফি সিদ্দিকী স্মৃতি সংসদের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

তৎকালীন সময়ের জেলার তুখোড় ছাত্রনেতা ও সুবক্তা শফি সিদ্দিকীকে ১৯৯৫ সালের ১০ সেপ্টেম্বর কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের পাথালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। ২৭ বছর পেরিয়ে গেলেও আজও হয়নি হত্যার বিচর। এতে ক্ষোভ প্রকাশ করে পরিবারের সদস্যরা বলেন এখন আর বিচারের আশা করি না।

স্মরণ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, এফবিসিসিআই এর পরিচালক আওয়ামী লীগ নেতা আবু নাসের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, কালিহাতী পৌরসভার মেয়র নূরন্নবী সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, বাংড়া ইউপির সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা প্রমুখ।

সরকারের কাছে দ্রুত বিচার দাবি করে শফি সিদ্দিকীর পরিবারের সদস্যরা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন হত্যার সুষ্ঠু বিচার হলেই কেবল শফি সিদ্দিকীর আত্মা শান্তি পাবে।

শহীদ শফি সিদ্দিকীর বড় ভাই রকিবুল হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণ সভাটি সঞ্চালনা করেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার।