টাঙ্গাইলে সদ্য যোগদানকারী সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদকে জেলা অ্যাডভোকেট বার সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির হল রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্বাছ উদ্দিন আকন্দ। প্রথমে তিনি জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত জেলা ও দায়রা জজ শেখ আব্দুল আহাদ, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুরুজ সরকার, যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোর্শেদ আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ (বিদ্যুৎ আদালত) আদালতের বিচারক রেজোয়ানা রশিদ, টাঙ্গাইল বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল গফুর, অ্যাডভোকেট আব্দুস ছালাম চাকলাদার ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন।

সঞ্চালনায় ছিলেন বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কবীর হোসেন উজ্জল। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বার সমিতির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মালেক আদনান ও গীতা পাঠ করেন সাবেক জিপি অ্যাডভোকেট আনন্দ মোহন আর্য্য।