টাঙ্গাইলের মির্জাপুরে পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন সানোয়ার হোসেন নামের এক যুবলীগ নেতা। রোববার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খাটিয়ার হাটবাজারে তিনি দুধ দিয়ে গোসল করেন। মুহুর্তেই সেই গোসলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।


জানা যায়, শনিবার (১৫ অক্টোবর) মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটি গঠণ করা হয়। সেই কমিটির আহ্বায়ক পদে ব্যবসায়ী সানোয়ার হোসেনসহ তিনজন প্রার্থী হন। পরে উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা একটি আহ্বায়ক কমিটি গঠন করে। এতে আজগানা ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক করা হয় রোমান সরকারকে এবং যুগ্ম আহ্বায়ক করা হয় সুরুজ আলমকে। এই কমিটিতে কার্যকরী নির্বাহী সদস্য ১ নম্বরে রাখা হয় সানোয়ার হোসেনকে। এতে ক্ষুব্ধ হয়ে সানোয়ার হোসেন স্থানীয় খাটিয়ার হাটবাজারে দুধ দিয়ে গোসল করেন।


দুধ দিয়ে গোসলের সময় সানোয়ার হোসেন বলেন, আমি স্ব-ইচ্ছায় আওয়ামী লীগের এই দুর্নীতিগ্রস্থ দল থেকে অব্যাহতি নিলাম। আমি দলের কার্যক্রমে কোনও জায়গায় নেতার সাথে কোথাও যাবো না। এই আমি কান ধরে উঠবস করলাম। আমি জীবনে আওয়ামী লীগের অনুষ্ঠানেও কোন জায়গায় যাবো না। ‘কারণ ওরা হল পাপিষ্ট। মরার আগে আমি আওয়ামী লীগের হয়ে মরতে চাই না।’


তিনি আরও বলেন, ‘আমি হলাম মুসলমান। রাসুলের কালেমা পড়ে মরতে চাই। এই জালেমদের হাত থেকে বাঁচতে চাই। আওয়ামী লীগের নেতাকর্মী যারা দলের ব্যাপারে কথা বলেন, তারা আমার আশপাশে আসবেন না। আমাকে কেউ ডিস্টাব করবেন না।’ এসময় সানোয়ার হোসেন তার ব্যবহৃত মোটরসাইকেলটিও দুধ দিয়ে ধুয়ে ফেলেন।


আজগানা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লতিফ সিকদার বলেন, ‘গত শনিবার আজগানা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে সানোয়ার হোসেন সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। তিনি রাজনীতিতে অতটা সক্রিয় না হলেও আওয়ামী লীগে তাদের পরিবারের অবদান রয়েছে বিধায় তাকে কার্যকরী সদস্য হিসেবে রাখা হয়। নিজেকে ভাইরাল করতেই তিনি এমন ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি।


এ বিষয়ে মির্জাপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন জানান, ‘পদ তো আর সবাই পাবে না। কেউ না কেউ তো বাদ পরবেই। সানোয়ার হোসেন ওই রকম নেতা থাকলে বড় পদ পেতেন। দুধ দিয়ে গোসলের বিষয়টি তিনি ঠিক করেননি।’