টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাফৈর এলাকায় রাস্তার পাশের পানিতে পড়ে মোশারফ হোসেন (৩৫) নামের এক ভাংগারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মোশারফ হোসেন ঘাটাইল উপজেলার বাদ আমজানী গ্রামের মৃত আজগর শিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাংগারী ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, অসুস্থ শরীরেও প্রতিদিনের মতো তিনি নিজের ভ্যান নিয়ে পাশ্ববর্তী এলাকায় ভাংগারী মালামাল সংগ্রহে বের হন। সারাদিন সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে রাজাফৈর এলাকায় পৌঁছলে ভ্যান ও মালামালসহ রাস্তার পাশের পানিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিহাতী ফায়ার সার্ভিসের লিডার আহসান হাবিব জানান, “আমাদের সাপ্তাহিক গণসংযোগ চলছিল। রাজাফৈর বাজারে যাওয়ার পথে কয়েকজন লোক আমাদের গাড়ি দেখে জানান, পানিতে একটি ভ্যান ও মালামালসহ একজন ব্যক্তি পড়ে আছেন। আমাদের প্রস্তুতি না থাকলেও স্থানীয় দুজনের সহায়তায় লাশ উদ্ধার করি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। পরে বডি ব্যাগে ভরে কালিহাতী থানা পুলিশকে খবর দিয়ে আমরা চলে আসি।”
কালিহাতী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, “স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।